বটিয়াঘাটা অফিসঃ বটিয়াঘাটা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে ক্ষুদে বঙ্গবন্ধু সমাবেশ ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষন প্রতিযোগীতা-২০২১ গত সোমবার বেলা ১১ টায় স্থানীয় জলমা-চক্রখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও প্রাথমিক প্রধান শিক্ষক তুলসী দাস মালাকারের সঞ্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ অমিতেষ দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি,এম আলমগীর, বীর মুক্তিযোদ্ধা বিনয় কুষ্ণ সরকার, সহকারী অধ্যক্ষ বিশ্বজিৎ গাঙ্গুলী, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন রায় । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অন্নদা শংকর রায়, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, প্রধান শিক্ষক কাঞ্চিলাল মল্লিক, সাবেক প্রধান শিক্ষক মনোরঞ্জন হালদার, সহকারী প্রধান শিক্ষক তৃপ্তি রানী বিশ্বাস, সহকারী শিক্ষক বিজন মল্লিক, দেবাশীষ বিশ্বাস, মৃদুল মন্ডল, রঞ্জন মন্ডল, সুচিত্রা রানী বিশ্বাস, মোঃ ইমদাদুলসহ শিক্ষক-শিক্ষিকামন্ডলী, ছাত্র-ছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগীতায় জলমা ইউনিয়নের সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২শতাধিক ক্ষুদে বঙ্গবন্ধু অংশগ্রহণ করেন।