রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোরের কেশবপুরের ত্রিমোহিনী মোড় চত্ত্বরে নিসচা কেশবপুর শাখার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার।নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন কে নিয়ে সাংসদ শাহজাহান খানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নিসচা কেশবপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুনার রশীদ (বুলবুল), কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক সরদার,নিসচার সদস্য সচিব মোঃ সাগর পারভেজ,নিসচা কেশবপুর শাখার যুগ্ন-আহবায়ক মোঃ আব্দুল মান্নান, সদস্য মোঃ আব্দুস সেলিম, মোঃ ওহিদুজ্জামান, গোলাম রসুল প্রমূখ।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত বক্তারা বলেন গত ৫ ই ফেব্রুয়ারী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাংসদ শাজাহান খান নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে নিয়ে মিথ্যাচার, অশালীন বক্তব্য দিয়েছেন যা কখনও মেনে নেয়া যায় না।