খুলনায় আজ টিকা নিয়েছেন ছয় হাজার তিনশ’ ৩৬ জন

প্রকাশঃ ২০২১-০২-২৪ - ১৮:৪৫

ইউনিক ডেস্ক : খুলনায় আজ বুধবার ( ২৪ ফেব্রুয়ারি) মোট ছয় হাজার তিনশত ৩৬জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার দুইশত ৬৬ জন এবং নয়টি উপজেলায় মোট চার হাজার ৭০ জন। উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় পাঁচশত ৩০জন, দাকোপ আটশত ৯৯জন, দিঘলিয়া দুইশত ৬৩ জন, ডুমুরিয়া চারশত ৫৯ জন, ফুলতলা দুইশত ৫৬ জন, কয়রা ছয়শত ১৯ জন, পাইকগাছা চারশত ৪০ জন, রূপসা তিনশত ৩০ জন এবং তেরখাদায় দুইশত ৭৪ জন টিকা গ্রহণ করেছেন।টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ তিন হাজার ছয়শত ২৬ জন এবং মহিলা দুই হাজার সাতশত ১০ জন।