যশোর : যশোর নড়াইল সড়কের ফতেপুর এলাকায় তেলবাহী ট্যাংকির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত মেহেদি হাসান মুকুল (৩৫) যশোর সদরের ঘুনি গ্রামের আব্দুল জলিল মোল্যার ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে কালো রঙের একটি মোটরসাইকেল চালিয়ে মুকুল যশোরে আসছিলেন। এসময় ফতেপুর এলাকার পৌছুলে তেলবাহী ট্যাংকি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।