ডুমুরিয়া : ডুমুরিয়ায় ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসান এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরের পাশে কয়েকজন মাদকসেবী গাঁজা সেবন করছিল। এ সময় উপজেলা নির্বাহী অফিসার একদল ফোর্স নিয়ে গোলনা গ্রামের পরশমনি শেখ (২২), সাজিয়াড়ার আবু সাঈদ বিশ্বাস (২০), রাজু বিশ্বাস (২১) ও আরাজি ডুমুরিয়ার আকরাম হোসেন (২১) কে হাতে নাতে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গাঁজাসেবী পরশমনি শেখকে ৭ দিনের জেল এবং বাকী তিন জনের প্রত্যেককে ১৫ দিনের জেল প্রদান করেছেন।