রবিউল ইসলাম মিটু, যশোর : যশোর সিআইডি পুলিশ চৌগাছা থেকে দুটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও ৭০ পিচ ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ঘ্যানা টিটু ওরফে টিটু আটক করেছে। আটক টিটোর বিরুদ্ধে অস্ত্র ব্যবসা, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজীসহ ৭টি মামলা রয়েছে। সে আফরা গ্রামের মঙ্গল ওরফে মকবুল হোসেনের ছেলে।
সিআইডির যশোর জোনের ইন্সপেক্টর হারুন অর রশিদের নেতৃত্বে একদল সিআইডি পুলিশ বৃহস্পতিবার দুপুরে তার বাড়ি থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দুটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, ৭০পিচ ইয়াবা এবং মদ উদ্ধার করে।