মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা : পাইকগাছা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে পাইকগাছা কৃষি ও সেচ কমিটির বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী জাইকার সহায়তায় সোমবার-মঙ্গলবার কৃষি ও কৃষকের উন্নয়নে অপ্রচলিত কৃষি পণ্য উৎপাদন এবং রপ্তানিতে প্যাকেজিং বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এ ই ও প্রদীপ কুমার পোদ্দার, এস এ পি পি ও দ্রুব জ্যোতি সরকার, ডল্টন রায়, মিন্টু রায়, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, প্রশিক্ষণের মধ্যে অহিদুজ্জামান মোড়ল উত্তম কুমার দাশ সহ ৪০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।