দাকোপ প্রতনিধি : খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য নির্বাচীত হওয়ায় ৫নং সুতারখালী ইউনিয়নবাসীর উদ্যোগে খুলনা ১ আসনের সাবেক সংসদ সদস্য ননীগোপাল মন্ডলকে গনসংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার বিকাল ৫টায় স্থানীয় নলিয়ান ফরেষ্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে সুতারখালী ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাবুদ্দিন গাজীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ক্রেস্ট দিয়ে বরন করে নেওয়া হয়। সুতারখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এস, এম আনিসুর রহমানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক ও পুজা উৎযাপন পরিষদের সভাপতি অসিত বরন সাহা, প্রধান বক্তা উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড জি, এম কামরুজ্জামান, বিশেষ বক্তা উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মোস্তফা খান। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও প্রধান শিক্ষক সঞ্জয় মোড়ল, সাবেক চেয়ারম্যান সমরেশ রায়, দেবপ্রসাদ গাইন, সমাজ সেবক শেখ সাব্বির আহমেদ, শিবেন্দ্র প্রসাদ রায়, এ্যাড. দেবপ্রসাদ বৈদ্য, সাংবাদিক আজগর হোসের সাব্বির, শিক্ষক প্রসেঞ্জিত রায়, মুরারী হালদার, রহিম গাজী, বিকাশ রায়, নাজমুল হোসেন প্রমুখ। এর আগে নেতৃবৃন্দ নবনির্মিত কালাবগী সানা বাড়ী সড়ক উদ্বোধন করেন।