ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলার জামিরা ইউপি সদস্য শেখ আঃ কুদ্দুস এর পিতা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ ইউনুচ আলী (৮০) মঙ্গলবার দিবাগত রাতে জামিরাস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র, ২কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনরগ্রাহী রেখে যান। বেলা ১১টায় জামিরা কেন্দ্রীয় জামে মসজিদ চত্ত¡রে নামাজের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খানের ইমামতিতে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, মাওঃ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান সরদার, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, শেখ নজরুল ইসলাম, শেখ লুৎফর রহমান, আল মামুন বিশ্বাস, এস এম শফিউল আলম, শিক্ষক নেতা আঃ গফফ্ফার, সানোয়ার হোসেন মোড়ল, নুরুল হক মোল্যা, ইউপি সদস্য ওলিয়ার বিশ্বাস, আতিয়ার রহমান, শেখ আঃ হালিম, শফিকুল ইসলাম বিশ্বাস, শেখ বাবলুর রহমান, হালিম সরদার প্রমুখ।