ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা বাজারের প্রথিতযশা চিকিৎসক ও ভরত ফার্মেসীর স্বত্তাধিকারী ডাঃ রাম চন্দ্র স্বর (৮১) বৃহস্পতিবার বিকালে পরলোক গমন করেন। পারিবারিক সূত্র জানায়, গতকাল বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে ফুলতলা বাজারস্থ নিজ বাসভবনের বাথরুমে গিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। দ্রæত তাকে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২পুত্র, ৪ কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। আজ (শুক্রবার) দুপুরে ফুলতলা ক্যাশখোলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।