বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ঝড়ভাঙ্গা রেল লাইন ক্রাসিং রাস্তায় ইট বুঝায় ট্রাকের সাথে অটো গাড়ি মুখোমুখি সংঘর্ষে অটো চালক রক্তাত্ব জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । প্রর্তখ্যদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে বিউটি ব্রিকসের MBB নামের ইট বুঝায় খুলনা মেট্রো-ট১১ – ১২৯৫ নং এর একটি ট্রাকের সাথে বটিয়াঘাটা থেকে ছেড়ে আসা অটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে উপজেলার তেঁতুলতলা গ্ৰামের সেলিম সিকদারের পুত্র মোঃ সাইফুল ইসলাম (৩০) নামের অটো চালক রক্তাত্ত্ব জখম হয় । স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় । তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান । এসময় অটো গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘাতক ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয় ।