সেলিম হায়দার,সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদীর বাঁধ থেকে মাটি কাটার অপরাধে চার জনকে জরিমানা ও ইভটিজিং করার অভিযোগে এক ব্যাক্তিকে দ্ইু মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । শনিবার (৪নভেম্বর) সকালে এ আদেশ দেন তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফরিদ হোসেন ।
জানাযায়, উপজেলার জেঠুয়া গ্রামে কপোতাক্ষ নদী বাঁধ থেকে শনিবার সকালে একই এলাকার আলমগীর গাজী, ফিরোজ ফকির, আলমগীর ফকির, খোরশেদ আলম মাটি কাটছিলেন। এসময় তাদের হাতেনাতে আটক করে তালা থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে প্রতেককে ১হাজার টাকা করে জরিমানা করে।
অন্যদিকে উপজেলার হরিহরনগর গ্রামের শামসুর রহমান সরদারের ছেলে আবু হাসান সরদার (৫৫) বাড়ির প¦ার্শবর্তী এক মহিলাকে ইভটিজিং করার অভিযোগে থানা পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে শনিবার ভ্রাম্যমান আদালত তাকে দুই মাসের কারাদন্ড প্রদান করেন।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন।