চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ভবঘুরে মাদকসেবিদের উৎপাতে অসহায় নগরবাসী। সকাল-দুপুর, সন্ধ্যা কিংবা রাতে কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের সর্বস্ব। মাদকের টাকা জোগাড় করতে বেপরোয়া হয়ে উঠা চক্রের লাগাম টানতে মাঠে নেমেছে জেলা প্রশাসন।
রোববার (২৩ মে) নগরের ইস্পাহানি মোড় ও বটতলী রেল স্টেশন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ১২ মাদকসেবিকে গ্রেপ্তার করে জেলে পাঠালো জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
গ্রেপ্তার ১২ মাদকসেবি হলো- মো. ওমর ফারুক (২৪), সাইদুর রহমান (২৫), মো. শুভ (২১), মো. সুজন (২১), মো. জহির (৩৫), মো. ইমাম হোসেন (৪২), মো. মীন উদ্দিন (১৯), আব্দুর রাজ্জাক (৩৮), মো. রকি (২১), মো. ইমরান হোসেন (১৮), মো. রাশেদ আলম (৩০), মো. সোহেল (২০)।
জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক বলেন, নগরে মাদকসেবিদের উৎপাত কমাতে অভিযান চালিয়ে ১২ মাদকসেবিকে আটক করে জেলে পাঠানো হয়েছে। প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।