বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটার জলমা ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে সদর ইউনিয়নের রাজস্ব আদায় কার্যক্রম গতিশীল করতে অস্হায়ী ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার বিকাল ৩ টায় স্থানীয় সদর ইউনিয়ন পরিষদের দ্বিতলায় নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম দাখিলার মাধ্যমে উক্ত ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রমের উদ্বোধন করেন । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, জলমা ইউনিয়ন ( ভূমি) কর্মকর্তা কৃষ্ণ পদ দাস, সহকারী তহশীলদার মোঃ তৌহিদুর রহমান ও মোঃ বাবুল আক্তার,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক মোঃ ইমরান হোসেন সহ ভূক্তভোগী ভূমি মালিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ । উল্লেখ্য, জনভোগান্তি কমাতে রাজস্ব দিতে গিয়ে কোন ভূক্তভোগীদের যাতে অযথা ঘুরা ঘুরি করতে না হয় সেজন্যই কতৃপক্ষ উক্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায় । সপ্তাহে দুই দিন সোমবার ও মঙ্গলবার বটিয়াঘাটা ইউনিয়নের আওতাধীন মোট ১৭ টি মৌজার রাজস্ব আদায় করা হবে ।