ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও সাদিয়া আফরিন এবং সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাসের নেতৃত্বে পৃথক দুটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রোববার বিকালে ফুলতলা উপজেলা কম্পাউনে মাস্ক ব্যবহার না করায় ৭ ব্যক্তিকে সাড়ে ৭ শত টাকা জরিমানা ধার্য ও আদায় করে। দন্ডপ্রাপ্তরা হলেন জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজ শিক্ষক দিনেশ চন্দ্র মন্ডলকে ১শ’ ও প্রভাত কুমার বিশ্বাসকে ১শ’ টাকা, দাকোপের প্রসেনকে ২শ’ টাকা, পথের বাজার এলাকার বাবুল হোসেনকে ১শ’ টাকা ও ইজিবাইক যাত্রী জাকারিয়াকে ১শ’ টাকা, কালীগঞ্জের মীর আলী হোসেন কাজলকে ১শ’ টাকা এবং কুমরাইলের মুদি দোকানী সবুজ হাওলাদারকে ৫০ টাকা জরিমানা ধার্য ও আদায় করেছে বলে অফিস সূত্র জানিয়েছেন।