ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলায় করোনা সংক্রমনে উর্ধ্বমুখী রোধে উপজেলা প্রশাসন ঘোষিত কঠোর বিধিনিষেধ লঙ্খনের অভিযোগে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার দুপুরে ফুলতলা বাজারের ৫ ব্যবসা প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তিকে ৭ হাজার ৪শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। দন্ডিতরা হলেন কসমেটিকস্ বাজার ২ হাজার, খান সু ষ্টোর ২ হাজার, অনিলের হার্ডওয়ার ১ হাজার ৫শ’. জালালের ব্যাগের দোকান ১ হাজার ও আতিয়ারের গামছা দোকান ৫শ’ এবং মাস্ক ব্যবহার না করায় আবুশ কাশেম, রতন, সাধন ও ইয়াছিনকে ১শ’ টাকা করে। সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ^াস নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।