ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ এবার কথিত ধর্ম মামা ইসমাইল হোসেন সরদার (৬০) কর্তৃক ধর্ষনের শিকার প্রতিবন্ধী কিশোরী (১৫)। এ ঘটনাটি ঘটে রোববার দিবাগত রাতে ফুলতলার যুগ্নীপাশা গ্রামে। সোমবার বিকালে থানা পুলিশ ধর্ষনের অভিযোগে কথিত ধর্মচাচা ইসমাইল হোসেন সরদারকে আটক করে।
পুলিশ জানায়, যুগ্নিপাশা গ্রামের মৃত ছোরাফ সরদারের পুত্র ইসমাইল হোসেন সরদার এর সাথে প্রতিবেশি আসমা বেগমের ধর্ম ভাই-বোন হিসাবে সম্পর্ক। এরই সূত্র ধরে উভয় পরিবারের মধ্যে ছিল অবাধ যাতাযাত। গত রোববার ঐ কিশোরী তার ধর্ম মামা বাড়িতে বেড়াতে যায়। রাতের খাবার শেষে তাকে রান্না ঘরে ঘুমাতে দেয়া হয়। পরে সুযোগ বুঝে লম্পট মামা ইসমাইল হোসেন কৌশলে ঘরে ঢুকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ঐ কিশোরীর আর্ত চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। বিষয়টি জানতে পেরে সোমবার কিশোরীর মা বাদি হয়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১৮, তারিখ-২৮/০৬/২১) দায়ের করেন।
এ ব্যাপারে ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ এবং ধর্ষক ইসমাইল হোসেন সরদারকে আটক করা হয়েছে।