মনোজ রায় হিরু, আটোয়ারী : বৈশি^ক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আগ্রাসী থাবা থেকে রক্ষা পেতে সারা বিশে^র ন্যায় আমাদের দেশেও লকডাউন সহ নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। ভয়াবহ এ পরিস্থিতি হতে উপজেলাবাসীকে রক্ষা করতে আটোয়ারী উপজেলা প্রশাসন, স্বাস্থ্যবিভাগ সহ স্থানীয় পুলিশ বাহিনী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় নানা কর্মসূচী হাতে নিয়েছে। আটোয়ারী উপজেলা প্রশাসনের পক্ষে প্রায় প্রতিদিনই বিভিন্ন হাটবাজার মনিটরিং করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করছেন। এখন প্রশ্ন হলো প্রশাসনিকভাবে যত চেষ্টা করা হউক না কেন, আমরা উপজেলার মানুষ নিজ নিজ জায়গা থেকে সচেতন না হলে এর সুফল আমরা কোনদিনও পাবনা। উল্লেখ যে, দ্বিতীয় ঢেউ শুরুর পর গত একমাসে উপজেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা প্রায় অর্ধ শতাধিক এবং লকডাউনের ৫ম দিন একজন সহ মোট মৃত্যু উপজেলায় দুই জন। বিশেষত উপজেলার ৩টি ইউনিয়ন ভারত সীমান্তঘেঁষা হওয়ায় ওই এলাকার মানুষ সহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে বিধি নিষেধ অনুসরন করে চলা উচিৎ বলে অভিজ্ঞমহল মনে করেন। তা না হলে করোনার ভয়াবহতার হাত থেকে আমাদের কারো নিস্তার নেই।