খুলনা : খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এলবিকে সরকারী মহিলা কলেজের ছাত্রী জয়ি মন্ডল (২০) আত্মহত্যার ঘটনায় কলেজ ছাত্রলীগের সভাপতি ইনজামামুল হক মির্জাকে কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সভায় বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন ইমু।
তিনি জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ইনজামামুল হক মির্জা (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বাজুয়া এস এন কলেজ শাখা, দাকোপ উপজেলা, খুলনা)-কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়েছে।
এদিকে কলেজ ছাত্রীকে জন সম্মুখে লাঞ্চিতকারী গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। গতকাল মঙ্গলবার রাতে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাহাবুদ্দীন চৌধুরী এসব কথা জানান।
তিনি বলেন, জয়ি মন্ডলের লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা জয়ি মন্ডলের সৎকার শেষে থানায় এসে লিখিত ভাবে মামলা দায়ের করবেন। অভিযুক্ত ইনজামামুল হক মির্জা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান চলছে।