চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, চলমান করোনা মহামারী দুর্যোগে দেশের মানুষের জীবন জীবিকা বাঁচানোর জন্য সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। সরকারের এই উদ্যোগের সাথে একাত্ম হয়ে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন জনসেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। আকবর শাহ থানা ও উত্তর পাহাড়তলী থানা শ্রমিক লীগের খাবার বিতরণ কর্মসূচি প্রশংসনীয়।
আজ ১ আগষ্ট নগরীর কাট্টলী সিডিএ ১ নং এলাকায় আকবর শাহ থানা ও উত্তর পাহাড়তলী থানা শ্রমিক লীগের উদ্যোগে জনসাধারণের মাঝে খাবার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বহুদূর এগিয়ে গেছি। সব শ্রেণী পেশার মানুষকে টিকার আওতায় আনা হচ্ছে। এখন টিকা প্রাপ্তির বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছে সরকার। আস্তে আস্তে সব বয়সের মানুষকেই করোনা টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছে সরকার। এজন্য সরকার দেশেই টিকা তৈরির প্রস্তুতি নিচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার।
জাতীয় শ্রমিক লীগ আকবর শাহ থানা শাখার সভাপতি রবিউল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসেদ আলী হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় শ্রমিকলীগ কেন্দীয় কমিটির সহসভাপতি শফর আলী, উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মহানগর শ্রমিক লীগ সহসভাপতি কামাল উদ্দিন, জাতীয় শ্রমিক লীগ পাহাড়তলী ফৌজদার শিল্পাঞ্চল সভাপতি শফি বাঙ্গালী, আকবর শাহ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লোকমান আলী ইউসুফ, চট্টগ্রাম বেসিক ইউনিয়ন সমš^য় পরিষদ যুগ্ম আহবায়ক আলমগীর, সদস্য সচিব উজ্জ¦ল বিশ্বাস,আকবর শাহ থানা আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম,মো.মাঈনুদ্দিন,মো. ইলিয়াস ভুঁইয়া,মো. রফিকুল ইসলাম, উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. আবু সুফিয়ান,মো. এরফান আলী, মো. গিয়াস উদ্দিন জুয়েল,মো. হাবিবুর রহমান, মো. ইকবাল চৌধুরী,মো সালাউদ্দিন,মো. নুরুল ইসলাম,মো. আবদুর রহমান,মো. হাজী জসিম উদ্দিন,রোকসানা সেলিম, সালমা খানম লাকী,তপন চন্দ্র ধর, মো. মনসুর আলী,মো. মহিউদ্দিন,খাদিজা আকতার,চন্দনা নাথ, মো. জাহিদ হোসেন,মো. ইকবাল কাদেরিয়া,মো. মনির আহমেদ,আবুল কালাম আবু,হায়দার আলী প্রমুখ বক্তব্য রাখেন।