আটোয়ারীতে অসহায় পরিবারের পাশে পুলিশ কর্মকর্তা

প্রকাশঃ ২০২১-০৮-০৪ - ১৯:১৪

মনোজ রায় হিরু, পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারীতে এক অসহায় পরিবারের পারিবারিক বিবাদ মিটিয়ে খাদ্য সহায়তা করে পুলিশ কর্মকর্তা প্রশংসা কুড়িয়েছেন। মানবিক এ কর্মকর্তা হলেন আটোয়ারী থানার সেকেন্ড অফিসার সাব ইনস্পেক্টর দীপেন্দ্র নাথ সিংহ। ঘটনার বিবরনে জানা গেছে, গত ১ আগষ্ট উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপাড়া গ্রামের জনৈক মৃত: খোলাকটু’র পুত্র মো: আব্দুর রহমান (৬০) আটোয়ারী থানায় একখানা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের মূল বিষয় ছিল এই প্রবীন ব্যক্তির দুই ছেলে সন্তান থাকা সত্বেও তিনি এবং তার স্ত্রী মোছা: জুলেখা বেগম(৫৫) প্রায় দিন অনাহারে থেকে মানবেতর জীবন অতিবাহীত করছেন। তাৎক্ষণিক আটোয়ারী থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে ওই ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা সাব ইনস্পেক্টর দীপেন্দ্র নাথ সিংহ দ্রুত অভিযোগকারী আঃ রহমানের বাড়ি গিয়ে তাদের পারিবারিক বিবাদ মিটিয়ে পরিবারের সকলকে একত্রে বসবাস করার ব্যবস্থা করেন। শুধু তাই নয় ওই পরিবারের আর্থিক দুরাবস্থা দেখে মানবিক এ পুলিশ কর্মকর্তা ব্যক্তিগত উদ্যোগে বুধবার(৪ আগষ্ট) সকালে তাদের বাড়িতে উপস্থিত হয়ে খাদ্য সামগ্রীর প্যাকেট(চাল, ডাল, আলু ও সয়াবিন তেল) তুলে দেন। পারিবারিক বিবাদ মিটানো সহ খাদ্য সহায়তা পেয়ে আঃ রহমান ও তার স্ত্রী এসময় খুশিতে কেঁদে ফেলেন। পুলিশের মানবিক এ কাজ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।