ফুলতলা (খুলনা) প্রতিনিধি// দেশব্যাপী গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকাল ৯টায় ফুলতলা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে একযোগে উৎসবমূখর পরিবেশে টিকা প্রদান শুরু হয়। টিকা প্রদানকালে স্থানীয় সরকার বিভাগের খুলনার উপ—পরিচালক মোঃ ইকবাল হোসেন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। ইউএনও সাদিয়া আফরিন গণটিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, উপজেলা রিসোর্স কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মাওঃ সাইফুল হাসান খান, শেখ আবুল বাশার, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকনসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। টিকা গ্রহণের জন্য কেন্দ্রসমূহে বিভিন্ন বয়সী নারী পুরুষের উপছেপড়া ভীড় ছিল লক্ষ্যনীয়। তবে কেন্দ্র প্রতি ৬শ’ টিকা বরাদ্দ থাকায় দীর্ঘ লাইনে অপেক্ষা করে অনেকেই টিকা ছাড়াই বাড়ি ফিরতে হয়েছে।