বেনাপোল : যশোরের শার্শায় এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এক বখাটে যুবককে এক মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল ওয়াদুদ ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আব্দুর রহমান (৩৫) নামে ওই বখাটে যুুবককে এক মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। সকালে নাভারন রেল বাজার এলাকায় শ্লীলতাহানির চেষ্টা করলে তাকে আটক করা হয়। আব্দুর রহমান নাভারন রেল বাজার শ্বশুরবাড়িতে বসাবাস করেন। জানা যায়, সকালে নাভারন রেল বাজার এলাকায় এক কিশোরীকে শ্লীলতা হানির চেষ্টা করে। এসময় এলাকাবাসী তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত মাধ্যমে তাকে কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল ওয়াদুদ বলেন, শ্লীলতাহানির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দ-বিধি, ১৮৬০ এর ৩৫৪ ধারানুসারে বখাটে যুবককে এক মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।