খুলনায় ৩৫০ পিচ ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

প্রকাশঃ ২০২১-০৮-১৯ - ২০:০৯

নিজস্ব প্রতিবেদক:

খুলনায় র‌্যাবের অভিযানে মাদকসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার নিকট থেকে ৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২টি সীমকার্ডসহ ১টি মোবইল উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার ১৮ আগস্ট আনুমানিক বেলা ২ টায় র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খুলনার হরিণটানা থানাধীন ইসলামনগর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে দলটি ইসলামনগর গ্রামস্থ গল্লামারী সিনিয়র পার্কের মেইন গেটের সামনে আভিযান পরিচালনা করে আসামী মোঃ আমিনুর রহমান মোল্লাকে (৩৬) আটক করে। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার দেবরাজ দক্ষিণপাড়ার মৃত আজিজুর রহমান ও ফরিদা বেগমের পুত্র।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কেএমপি’র হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।