খুলনায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ২ সদস্য আটক

প্রকাশঃ ২০২১-০৮-২৪ - ০৮:১৬

ইউনিক প্রতিবেদক:

খুলনায় জঙ্গি সংগঠন “আনসার আল ইসলাম” ০২ সদস্যকে আটক করেছে সিআইডি কাউন্টার টেররিজম এবং সিআইডি খুলনা জেলা ও মেট্রো। আটককৃতদের নিকট হতে অস্ত্র, বোমা ও আইইডি তৈরির সরঞ্জমাদি উদ্ধার করেছে সিআইডি।

সোমবার রাত ১২ টায় সিআইডি কাউন্টার টেররিজম ও সিআইডি খুলনা মেট্রো এন্ড জেলার সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

আটককৃত আনসার আল ইসলামের সদস্যরা হলো সোনাডাঙ্গা থানার নাজিরঘাট রোড এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ নাসিম ও লবনচরা থানাধীন মোহাম্মদনগর এলাকার আদিলুজ্জামান সড়কের শেষ প্রান্তে বাইতুল রহমান জামে মসজিদের বিপরীত পাশের টিনশেড বাড়ীর ভাড়াটিয়া মোঃ খোকন মোল্লার ছেলে মোহাম্মদ হাসান। তাদের অজ্ঞাতনামা ৫/৬ জন সহযোগী পালিয়ে যায় বলে সিআইডি কাউন্টার টেররিজম ও সিআইডি খুলনা মেট্রো এন্ড জেলার প্রেস রিলিজে জানানো হয়।

সিআইডি’র প্রেস রিলিজে আরও জানানো হয়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা আনসার আল ইসলামের সামরিক শাখার সক্রিয় সদস্য। তারা বোমা ও আইইডি তৈরির কারিগর।

গ্রেফতারকৃত আসামী নাসিমের তথ্য মতে, তার ভাড়া বসতঘরে কেএমপি লবনচরা থানাধীন মোহাম্মদনগর এলাকার আদিলুজ্জামান সড়কের শেষ প্রান্তে বাইতুল রহমান জামে মসজিদের বিপরীতে দুপুর ৩টার সময়ে অভিযান চালিয়ে নাসিমের ভাড়া বসতঘর হতে তার দেখানো মতে একটি এয়ারগান, এয়ারগানের গুলি ৬৩টি, গান পাউডার সদৃশ বস্তু ০৩টি কৌটা সহ ২৮৩ গ্রাম, বিয়ারিং এর বল ৪০৫টি, বারুদ ৩০০ গ্রাম, ব্যাটারির গুড়া কালো রং এর প্লাস্টিকের কৌটা সহ ৮৪ গ্রাম, কালো রং এর গুড়া বারুদ প্লাস্টিকের কৌটা সহ ৯৩ গ্রাম, লোহার পিন প্লাস্টিকের কৌটা সহ ৩৫ গ্রাম, মাটি রং এর পাউডার সদৃশ বস্তু প্লাস্টিকের কৌটা সহ ১৩৫ গ্রাম, দুইটি ব্যাটারি কালো রং এর, ০২টি রাঙ্গ, একটি এসি/ডিসি এডাপ্টার, ০৪ টি ছোট সার্কিট, একটি বড় সার্কিট, গোনা, আকাশী রং এর একটি তাতাল, কালো প্লাস্টিক দ্ধারা প্যাচাঁনো একটি পাইপ যা ৪৮ ইঞ্চি লম্বা, একটি হাত প্লাস, একটি কালো কস্টেপ, একটি গোলাপী রং এর লাইনার, হাতে লিখা দাওয়াতি লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, হাতে লিখা ডায়েরী, সদস্য সংগ্রহের ফরম, আনসার আল-ইসলাম এর কালার লিফলেট, সদস্যদের নির্দেশনা লিফলেট, আপনি একজন মুজাহিদ হিসাবে গড়ে উঠুন নামীয় একটি বই, ০১৬৪১৪৭০৬৩৬ নাম্বার সংবলিত একটি নীল রং এর টেকনো ব্র্যান্ডের টেকনো স্পার্ক ০৫ প্রো মডেলের এন্ড্রয়েড স্মার্টফোন এবং একটি কালো রং এর ১২৫ সিসির টিভিএস মটর সাইকেল মটর সাইকেলের রেজিস্ট্রেশন নং খুলনা মেট্রো হ ১২-০১৫০ উদ্ধার করা হয়।

অপর আটককৃত আসামী হাসানের দেখানো মতে তার ভাড়া বসতঘরে মোহাম্মদনগর বাইতুল রহমান মসজিদের বিপরীতে অভিযান চালিয়ে একটি নীল রং এর মাইসেল ব্রান্ডের মোবাইল এবং হাসানের বাসার নিজ শয়নকক্ষ হইতে হাসানের দেখানো মতে “আপনিও একজন মুজাহিদ হিসাবে গড়ে উঠুন” ও “উন্মুক্ত তরবারি” নামক বই দুইটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের উগ্রবাদী এবং ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন কনটেন্ট পাওয়া যায়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্র ও সরকার বিরোধী এবং ধর্মীয় উস্কানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আসামীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের উগ্রবাদী মতবাদ প্রচারণা এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সদস্য সংগ্রহ, দাওয়াতি কার্যক্রম, সদস্যদের নিকট হতে চাঁদা আদায় এবং নাশকতার পরিকল্পণা করে আসছিল। গ্রেফতারকৃতরা আনসার আল ইসলামের উগ্রবাদী বিভিন্ন বই বিতরণ করতো, আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল।

তাছাড়া তারা সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার, আতংক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। তারা আনসার আল ইসলামের কার্যক্রমকে বেগবান করার জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা ও আইন শৃঙ্খলা বাহীনির সদস্যদের উপর হামলা করার উদ্দেশ্যে বোমা তৈরির সরঞ্জামাদী নিজ হেফাজতে রাখে।

ধৃত আসামী আরও জানায়, অনলাইনে ও অফলাইনে খুলনা এলাকায় সংগঠনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। উক্ত আসামীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আনসার আল ইসলামের সদস্য হয়ে, নাশকতার সৃষ্টির জন্য আইইডি ও বোমা তৈরির সরঞ্জামাদি নিজ হেফাজতে রেখে, জঙ্গী কার্যক্রমের ষড়যন্ত্র করে, জঙ্গী কার্যক্রমে অংশগ্রহনের জন্য প্রচেষ্টা করে, সন্ত্রাসী কর্মকান্ড প্ররোচিত করে, সন্ত্রাসী কার্যে অর্থায়ন করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে সিআইডি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।