ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আবাসিক এলাকায় সিমেন্ট কারখানা, গোডাউন ও ভৈরব নদের তীরে ঘাট নির্মান এবং স্কুল এলাকায় ভারী যানবাহন চলাচলের জন্য রাস্তা ব্যবহারের প্রতিবাদে এক মতবিনিময় সভা শনিবার বেলা ১১টায় স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী। অভিভাবক, শিক্ষানুরাগী ও সুধীজনের সমন্বয়ে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী।
স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম এ হালিম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, কম. গাজী নওশের আলী, এস মৃনাল হাজরা, আবু তাহের রিপন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু।
শিক্ষক সেলিম সরদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ইসমাইল হোসেন বাবলু, সাহিদুল ইসলাম মোল্যা, বণিক নেতা রবিন বসু, আঃ মজিদ মোল্যা, মোঃ ইকতিয়ার হোসেন, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, মাজহারুল ইসলাম, ইউপি সদস্য শেখ আঃ রশিদ, মাসুদ পারভেজ মুক্ত, নজরুল ইসলাম, বেগম শামসুন্নাহার, মিসেস কেয়া খাতুন, নূর হোসেন, সাজ্জাদ শেখ, সুব্রত বিশ্বাস, আশরাফ হোসেন সরদার, মোঃ মনিরুল ইসলাম, নির্মল রায়, সরদার ইদ্রিস আলী, আনছার বিশ্বাস, হক, ওয়াহিদুর রহমান মিলু, গুরুপদ মন্ডল প্রমুখ। বক্ততারা অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়ে ভারী ট্রাক চলাচল এবং আবাসিক এলাকায় সিমেন্ট কারখানা ও গোডাউন নির্মান বন্ধ না করলে বৃহত্তম আন্দোলনের ডাক দেয়ার হুসিয়ারী দেন।