এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলার কাটাখালী বাজারে অবৈধভাবে অপরিশোধিত দাহ্য পদার্থ বিক্রির পাইতারার অভিযোগ পাওয়া গেছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহাকারী কমিশনারের কার্যালয়-সহ বিভিন্ন দপ্তরে বুধবার লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার কালীচরনপুর গ্রামের দেবপ্রসাদ মল্লিকের কাটাখালী বাজারাস্থ একটি দোকানঘর ভাড়া নিয়ে পাশ্ববর্তী মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত নওশের আলীর পূত্র কামরুজ্জামান বিশ্বাস অপরিশোধিত পেট্রোল, ডিজেল ও কোরোসিন ব্যারেল জাত করে বিগদজনক দাহ্য পদার্থ বিক্রির পায়তারা করছে। যে সকল অপরিশোধিত জ্বালানী যানবাহনের ক্ষতি সাধন করে। তাছাড়া তিনি আইনের চোখ ফাঁকি দিয়ে অতি গোপনে লাইন্সেস করার চেষ্টা করছেন। উল্লেখ্য কামরুজ্জামান বিশ্বাস পাশ্ববর্তী মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাছারীবাড়ি বাজারে মেসার্স ভাই ভাই স্টোরে অপরিশোধিত পেট্রোল, ডিজেল ও কোরোসিন ব্যারেল জাত করে বিগদজনক দাহ্য পদার্থ বিক্রি করছে। যার ফলে ঐ এলাকায় অপরিশোধিত জ্বালানী ব্যবহার করে যানবাহনের ক্ষতি হচ্ছে। সম্প্রতি বিস্ফোক অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিন তার ব্যাবসা প্রতিণ্ঠান পরিদর্শন করে কামরুজ্জামান বিশ্বাসকে সোকাজ করেন। এদিকে কেশবপুরের কাটাখালী বাজারে অপরিশোধিত দাহ্য পদার্থ বিক্রির পাইতারার বিরুদ্ধে ঐ এলাকাবাসি উপজেলা নির্বাহী অফিসার ও সহাকারী কমিশনারের কার্যালয়-সহ বিভিন্ন দপ্তরের অভিযোগ করেছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান জানান, অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।