ফুলতলা (খুলনা) প্রতিনিধি// শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটা হয়। সোমবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের আহবায়ক মোঃ মাহাবুব বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, মৃনাল হাজরা, আবু তাহের রিপন। কাজী জহির রায়হানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামরুজ্জামান নান্নু, উপজেলা যুবলীগ সভাপতি এস কে আলী ইয়াছিন, রবিউল ইসলাম মোল্যা মারুফ মোল্যা, নূর হোসেন, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, বিজয় কৃষ্ণ হালদার প্রমুখ।