<রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোরের কেশবপুরে নিরাপদ সড়ক চাই এর আহবায়ক কমিটির আয়োজনে শুক্রবার জাতীয় নিরাপদ সড়ক দিবস২০২১,মূল প্রতিপাদ্য "গতিসীমা মেনে চলি,সড়ক দুর্ঘটনা রোধ করি" এটাকে সামনে রেখে বর্ণাঢ্যর্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হবার মাধ্যমে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। র্যালীটি কেশবপুর শহরের বিভিন্ন স্হান প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ করে সমাবেশ হয়।সমাবেশে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুনার রশীদ বুলবুল। এছাড়া আরও বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা আহবায়ক কমিটির উপদেষ্টা কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আশরাফুজ্জামান,নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার,কেশবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা,মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল,নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সদস্য শরিফুল ইসলাম,আব্দুল মান্নান প্রমুখ৷বক্তারা ২২ শে অক্টোবর কে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।তারা আরও বলেন সড়ক যেন হয় নিরাপদ, সড়ক দুর্ঘটনায় যেন আর করো মায়ের বুক খালি না হয় সেদিকে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুনার রশীদ বুলবুল বলেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন এর দিক নির্দেশনা মোতাবেক বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের নিয়ে এটি পরিচালিত হয়ে আসছে।আমরা এই নিরাপদ সড়ক চাই এর সাথে আছি এবং আগামীতেও থাকব।