বিজ্ঞপ্তি:
বাগেরহাট হতে জালনোট প্রস্তুত, ক্রয়-বিক্রয় চক্রের ০১সদস্যকে বিপুল পরিমান জালনোটসহ গ্রেফতার করেছে র্যাব-৬।
সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে নয়টায় র্যাব-৬, (সদর কোম্পানী), খুলনার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার সদর থানার খানজাহান আলীর মোড় এলাকা হতে মোঃ ইব্রাহিম মোল্লা (২২), পিতা- মোঃ বিল্লাল মোল্লা, সাং- কুলিয়াদাড়, থানা- বাগেরহাট সদর, জেলা- বাগেরহাটকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষিদের সামনে গ্রেফতাকৃত আসামীর হেফাজত হতে ১০০টি ১০০০টাকার জালনোট (সর্বমোট এক লক্ষ টাকা) ০৩টি সীম কার্ডসহ, ০২টি মোবাইল ও নগদ-১৩০৫/-(তেরশত পাঁচ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাগেরহাট জেলার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।