ফুলতলা (খুলনা) প্রতিনিধি// অপরাজিতা নারী উন্নয়ন ফোরাম ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে নারীর রাজনৈতিক ক্ষমতায়ণ গণপতিনিধিত্ব আদেশ বাস্তবায়নের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা সমন্বয়কারী নীতিশ মন্ডলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেন্ডার অফিসার মোর্শেদা খাতুন দিলারা, বেগম শামছুন্নাহার, সেলিনা পারভীন, সুমী খাতুন, রেক্সনা আজম, শাপলা সুলতানা লিলি, হালিমা খাতুন, রিনা বিশ্বাস, মিতা পারভীন, সীতা রানী রায়, সোনালী আক্তার, আকলিমা খাতুন, মিনা খাতুনসহ উপজেলার ৩৫ জন অপরাজিতা অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির নিকট স্মারকলিপি প্রদান করা হয়।