রাজীব চৌধুরী, কেশবপুরঃ গরিব, অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম খান সুজন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের কেশবপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থীরা আগে থেকেই প্রচার প্রচারনায় নেমেছেন।তারই ধারাবাহিকতায় শনিবার রাতে কেশবপুরের ০১নংত্রিমোহিনী ইউনিয়নের বরণডালীতে গণসংযোগ করেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ০১ নং ত্রিমোহিনী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জাহাঙ্গীর আলম খান সুজন।গণ সংযোগ করে তিনি সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন।আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় চলছে নানা ধরনের আলোচনা- পর্যালোচনা।এলাকাবাসীর মধ্যে অনেকেই বলেন সুজন একজন মিষ্টভাষী, পরোপকারী ও প্রতিবাদী ব্যক্তি।তার মত একজন মিষ্টভাষী ও পরোপকারী ব্যক্তিকে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রয়োজন।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা সুজনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই এবং ভোট দিয়ে জয়যুক্ত করে জয়ের মালা পরাতে চাই।এক প্রতিক্রিয়ায় সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী সুজন বলেন এই ইউনিয়নের অন্তর্ভুক্ত গরীব, অসহায় মানুষের পাশে পূর্বেও ছিলাম এবং আগামীতেও পাশে থেকে কাজ করতে চাই।