মোংলা প্রতিনিধি: মোংলা বন্দর দিয়ে আমদানীকৃত ২শ ৮৪ টি রিকন্ডিশন গাড়ী যথা সময় শুল্কায়ন না করায় বুধবার এসব গাড়ি নিলামে উঠছে। নিলামের বিধি অনুসারে বুক ভেলুর পরে প্রতিটি গাড়ির ৬৫% এর বেশী মুল্য হলে সর্বচ্চো দর দাতার কাছে এ গাড়ি নিলামে বিক্রি করা হবে ।
মোংলা কাষ্টমস হাউসের ডেপুটি কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম জানান, আমাদানী নীতির শর্ত অনুসারে ৩০ দিনের মধ্যে গাড়ী খালাস না করায় দীর্ঘ দিন ধরে মোংলা বন্দরের শেডে ২শ ৮৪ টি গাড়ি পড়ে রয়েছে। ফলে আমদানী শর্ত লংঘন ও বন্দর জেটিতে স্থান সংকুলান না হওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ গাড়িগুলো নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে। গত বৃহস্পতিবার থেকে গাড়ি নিলামে বিক্রির দরপত্র (সিডিউল) বিক্রয় শুরু হয়। সব কিছু ঠিকঠাক থাকলে কাষ্টমস আইন মেনে আগামীকাল বুধবার এসব গাড়ি নিলামে তোলা হবে। তবে নিলামে ওঠা ২শ ৮৪ টি গাড়ির আমদানিকারক প্রতিষ্ঠানের নাম জানাতে চাননি এ কাষ্টমস কর্মকর্তা। মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো: মোস্তফা কামাল বলেন, ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আমদানীকারকরা মোংলা বন্দর দিয়ে কয়েক হাজার গাড়ি আমদানি করে। এর মধ্যে ২শ ৮৪ টি গাড়ি সময় মত খালাস করতে না পারায় নিয়মানুযায়ী বন্দর কর্তৃপক্ষ কাষ্টমস কর্তৃপক্ষকে নিলামে তোলার জন্য সুপারিশ করে। এসব গাড়ির মধ্যে রযেছে টয়োটা, নিশান, নোয়া, এক্সজিও, প্রোবক্স, প্রিমিও ও এলিয়ান। কাস্টমস আইন মেনেই এসব গাড়ি নিলামে উঠানো হচ্ছে বলেও তিনি জানান।
এদিকে অভিযোগ রয়েছে, কর ফাঁকি দিতেই এতদিন পেরিয়ে গেলেও গাড়ীগুলো খালাস করেননি আমদানিকারকরা।