ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার শহীদ আসাদ-রফি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক এঁর প্রয়াণে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ আসাদ-রফি গ্রন্থাগারের আয়োজনে এ সভা হয়। গ্রন্থহার সভাপতি এম মোন্তাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ¦ আনোয়ারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিএল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শফিউল্লাহ সরদার, খুলনা সরকারি সিটি কলেজের প্রাক্তন অধ্যাপক মোস্তানিসুর রহমান নিলু। স্মরণ সভায় আলোচনা করেন অধ্যাপক হাসান আজিজুল এঁর ছোট ভাই ফজলে খোদা বাচ্চু, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক গৌতম কুন্ডু। আরিফুজ্জামান বাবলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কম. আনছার আলী মোল্যা, উপজেলা সভাপতি সন্দিপন কুমার রায়, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, কম. আঃ মজিদ মোল্যা, ডাঃ সরোজ কুমার সুর, পিজুষ কুমার কুন্ডু, লেলিন গাজী, শিহাব উদ্দিন, শাহিনুল কবির প্রমুখ। এ সময় বক্তরা বলেন, হাসান হাজিজুল হকের মৃত্যুতে সাহিত্যে যে শূণ্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়। সাহিত্যে ভাবনাতীত বিস্তৃতির মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন।