ফুলতলায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশঃ ২০২১-১২-১৭ - ১৯:৫২

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২১ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার ডাবুর মাঠে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বিএনপি, ওয়ার্কার্স পাটি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্মসূচির আয়োজন করে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণঢ্য বিজয় র‌্যালী, সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করা হয়। সকাল ১০টায় ফুলতলার মুক্তিযোদ্ধার ইতিহাস শীর্ষক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শেখ আকরাম হোসেন। সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা। এছাড়া মুক্তিযোদ্ধা ভিত্তিক রচনা প্রতিযোগিতা, শিশুদের চিত্রাংকন, সকল মসজিদ, মন্দিরসহ অন্যান্য উপসনালয়ে জাতির শান্তি-অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত ও প্রার্থনা করা হয়। দুপুরে হাসপাতাল, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং ক্রিকেট ও প্রীতি ফুটবলসহ পুরস্কার বিতরণ করা হয়। বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে ভার্চুয়ালি শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে ওসি মোঃ ইলিয়াস তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন ও ফারজানা ফেরদৌস নিশা, শিক্ষাবিদ আলহাজ¦ আনোয়ারুজ্জামান মোল্যা, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, অধ্যক্ষ সমীর কুমার ব্র², অধ্যক্ষ মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, মৃনাল হাজরা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার রায়, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মনিরুল ইসলাম সরদার, শেখ আবুল বাশার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ভুইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকান. সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক এস এম হালিম, প্রশান্ত রায়সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সাধারণ জনগন অংশ গ্রহণ করেন।
এদিকে বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা ও বিজয় সমাবেশ বের হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শেখ আকরাম হোসেন, সাবেক জেলা নেতা মোঃ আসলাম খান, উপজেলা যুগ্ন সম্পাদক মৃনাল হাজরা ও আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, মোশাররফ হোসেন মোড়ল, এস কে মিজানুর রহমান, রবীন বসু, ইসমাইল হোসেন বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও ওয়ার্কার্স পার্টি ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে অনুরুপ একটি বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কম. আনছার আলী মোল্যা, উপজেলা সভাপতি সন্দিপন রায়, সম্পাদক আরিফুজ্জামান বাবলু, আঃ মজিদ মোল্যা, প্রভাষক গৌতম কুন্ডু, রেজোয়ান হোসেন রাজা প্রমুখ।