রাজীব চৌধুরী, কেশবপুরঃ ২৫ শে ডিসেম্বর শনিবার রাতে কেশবপুর উপজেলার ০১ নং ত্রিমোহিনী ইউনিয়নের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী এস এম আনিছুর রহমান আনিছ ইউনিয়ন ব্যাপী ব্যাপক ভাংচুর, মারপিটের মাধ্যমে তাণ্ডব লীলা চালিয়েছে।আনিছুর রহমানের নেতৃত্বে তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনীরা নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ওহিদুজ্জামান মিন্টুর নির্বাচনী অফিস ভাংচুর ও কর্মী সমর্থকদের মারপিট করে আহত করেছে।
নৌকা প্রতিকের প্রার্থী ওহিদুজ্জামান মিন্টু বলেন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এস এম আনিছুর রহমান আনিছ এর নেতৃত্বে বহিরাগত একদল সন্ত্রাসীরা নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর করে কর্মীদের মারপিট ও তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর এবং লুটপাট করা হয়েছে । এমনকি তাদের হামলায় নেতাকর্মীরা আহত হয়েছে। আহতদেরকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই সংবাদ পেয়েই কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দীন ও সেকেন্ড অফিসার পিন্টু লাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ ঘটনায় কেশবপুর থানায় রাতেই মামলার আবেদন করা হয়েছে।