ফুলতলার গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন রবিন বসু

প্রকাশঃ ২০২১-১২-২৭ - ১৯:০২

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের লক্ষ্যে সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রতিষ্ঠানে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগমের সভাপতিত্বে কমিটির অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিদের  ভোটে এস রবিন বসু ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অপরদিকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আজাহার আলী মোড়ল ৩ ভোট পান। এদিকে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য লুৎফর রহমান গাজী, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জিয়াউর রহমান মোল্যা জিয়া, মোঃ আতাউর রহমান মতি, মোঃ ইকবাল হোসেন খাঁন।