ফুলতলায় লিটল এ্যঞ্জেল কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ

প্রকাশঃ ২০২১-১২-২৭ - ২০:৪৪

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার লিটল এ্যঞ্জেল কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠ চত্বরে এ ফল প্রকাশ করা হয়। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ¦ ইমামুল হক ভুঁইয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর কুমার ব্র²। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক গৌতম কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার ও মনিরুল ইসলাম সরদার, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি ও প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, ইউপি সদস্য জিএম ইমদাদুল হক মিটুল, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন মোল্যা। শিক্ষক মোঃ রাশেদ মোল্যার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, লাভলী রহমান, স্কুলের প্রধান শিক্ষক পরিমল কান্তি বিশ্বাস প্রমুখ। পরে কৃতি শিক্ষাথীদেরকে পুরস্কৃত করা হয়।