ফুলতলা (খুলনা) প্রতিনিধি// প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক) এর ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফুলতলা উপজেলা শ্রমিক লীগের আয়োজিত স্মরণ সভা বুধবার সন্ধ্যায় ফুলতলা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকলীগ সভাপতি সনজিত বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা মানিকুজ্জামান অশোক, বীর মুক্তিাযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, মোঃ আসলাম খান, আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু। সবুজ ভুইয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, রবীন বসু, ওয়াহিদ মুরাদ পিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম নয়ন, আবু জাফর, তুহিন মোল্যা, নূর হোসেন, মারুফ মোল্যা প্রমুখ। পরে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।