রাজীব চৌধুরী কেশবপুরঃ যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন কেশবপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের ৪ জন নব-নির্বাচিত চেয়ারম্যান। মঙ্গলবার সন্ধ্যায় কেশবপুর পৌরসভার সভাকক্ষে কেশবপুর উপজেলার ০৫ নং মঙ্গলকোট ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস,০৭ নং পাঁজিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের নব-নির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন, ০৯ নং গৌরীঘোনা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের নব-নির্বাচিত চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব,১১ নং হাসানপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের নব-নির্বাচিত চেয়ারম্যান তৌহিদুজ্জামান এম পি শাহীন চাকলাদার কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা প্রমুখ।