ইউনিক প্রতিবেদক : রেগে গেলে কিংবা প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। তবে ব্যাংকে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা বেশ বিরল। ঋণ পেতে ব্যাংকটিতে আবেদন করেছিলেন একজন ব্যক্তি। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ সেই আবেদন খারিজ করে দিয়েছে। এই খবর শুনে রাগের মাথায় ব্যাংকের ওই শাখায় আগুন ধরিয়ে দেন তিনি। এই অপরাধে আটক করা হয়েছে ওই ব্যক্তিকে। তাঁর নামে মামলা করেছে পুলিশ।
ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের ঘটনা। গতকাল মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের হাভেরি জেলায় বায়াদগি তালুকের হেদিগোন্দা গ্রামে কানাড়া ব্যাংকের একটি শাখায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তির নাম ওয়াসিম হযরতসাব মোল্লাহ (৩৩)।
পুলিশ জানায়, ব্যাংকটির ওই শাখায় ঋণের জন্য আবেদন করেছিলেন ওয়াসিম। তবে ব্যাংক কর্তৃপক্ষ প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাইয়ের পর গত শনিবার তাঁর সেই আবেদন বাতিল করে দেয়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। প্রত্যাখ্যানের প্রতিশোধ নিতে রাতের আঁধারে পেট্রল নিয়ে ব্যাংকটিতে ফিরে আসেন ওয়াসিম। এরপর জানালা দিয়ে তা ভবনের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে আগুন ধরিয়ে দেন তিনি।
এই ঘটনায় প্রায় ১৬ লাখ রুপির ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে ব্যাংকটির কর্তৃপক্ষ। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যাংকটির কাউন্টার ও কেবিন—দুই জায়গাই আগুনে পুড়েছে। পাঁচটি কম্পিউটার, সিসিটিভি সিস্টেম, স্ক্যানার, ফ্যান, প্রিন্টারসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী এবং কিছু আসবাব ও নথিপত্র পুড়ে ছাই হয়েছে। তবে ব্যাংকটিতে থাকা নগদ অর্থ আগুনে পোড়েনি।
অগ্নিকাণ্ডের পরপরই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওয়াসিম। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পরে পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৩৬, ৪৭৭ ও ৪৩৫ ধারা মোতাবেক অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।