বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন খুলনা ও বাগেরহাট জেলার পরিচিত সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২২-০৩-০৭ - ২১:৪১

দেশ প্রতিবেদক :

বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন খুলনা ও বাগেরহাট জেলা শাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশনের খুলনা বিভাগের আহ্বায়ক আজিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার আহ্বায়ক আবিদা খান।

সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলার আহ্বায়ক মিজানুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন খুলনা জেলার সদস্য সচিব রুমানা আক্তার রুপা ও বাগেরহাট জেলা সদস্য সচিব শারমিন সুলতানা হিরামনি। এসময়ে অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।