ইউনিক প্রতিবেদক :
খুলনা নগরীর রায়েরমহলে দুর্বৃত্তের ছোড়া গুলিতে মো: রাজা শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রায়েরমহল স্লুইচগেট এলাকায় এ হত্যাকান্ডটি ঘটে।
নিহত রাজা খুলনা রায়েরমহল এলাকার তোরাপ শেখের ছেলে। তিনি একজন ঘের ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, দূর্বৃত্তরা গুলি করে পালিয়ে যাওয়ার পর রাজাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান। হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
নিহত রাজা শেখের গুলিবিদ্ধ মৃতদেহ খুলনা মেডিকেল কলেজের মর্গে আছে।
নগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল সেভ ড্রিংকিং ওয়াটার এর সামনে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা ফেলে রেখে যায়।
নিহত রাজা শেখ বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যাসহ একাধিক মামলার আসামি বলে জানা গেছে।