ইউনিক প্রতিবেদক :
প্রাথমিক বিদ্যালয়গুলো সাধারণত রমজান মাসের শুরুর দিকেই বন্ধ হয়ে যায়। তবে এবার ভিন্ন পরিকল্পনায় হাঁটছে সরকার।
করোনাকালে দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার ঘাটতি পুষিয়ে নিতে এবার ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (১৯ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এই ঘোষণা দিয়েছেন।
প্রতিমন্ত্রী জাকির হোসেন দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এই তথ্য জানান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, তোমরাই এ দেশের ভবিষ্যত, তাই নিজেদেরকে সুন্দরভাবে গড়তে হবে।
সারা বিশ্বের মতো করোনার কারণে আমাদের শিক্ষার্থীদেরও অনেকখানি ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি পুষিতে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি আমরা। তারই অংশ হিসেবে ২০ রমজান পর্যন্ত স্কুল খোলা থাকবে।