দাকোপে প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশঃ ২০২২-০৩-২৯ - ২১:২০

দাকোপ প্রতিনিধিঃ দাকোপে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসুচীর মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। শনিবার প্রত্যুষে দাকোপ থানা পুলিশ ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন। এর পর বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড, চালনা পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ,বিএনপি, দাকোপ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্কুল কলেজ ও সামাজিক প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পন করেন। সকাল ৮ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়ের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির হিসাবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব মাহমুদ পাশা, থানা অফিসার ইনচার্জ আননুর যায়েদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, বীর মুক্তিযোদ্ধা আমজাত হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোহিত চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা আবজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ গাজী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিীকা, যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সন্তান পল্লাব বিশ^াস, সাংবাদিক মোঃ মামুনুর রশিদসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান ও বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিবৃন্দ। এর পর দুপুরে ছাত্র-ছাত্রীদের খেলাধুলা, চেয়ার সেটিং ও প্রীতি ফুটবল প্রতিযোগীতা,পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।