ইউনিক প্রতিবেদক :
খুলনার আড়ংঘাটা ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গ্লোবাল চ্যারিটেবল এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
বৃহস্পতি সকাল ১১টায় আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গ্লোবাল চ্যারিটেবল এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (টঝঅ) এর অর্থায়নে ও “মাহমুদ আলী ফাউন্ডেশন” এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ূন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফরিদ আক্তার, আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর, বিশিষ্ট সমাজ সেবক মোড়ল জাহাঙ্গীর হোসেন, আড়ংঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. দীন এলাহী, আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য মো. সোহেল সরদার, মাহমুদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আনিসুর রহমান মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ ইয়ার হোসেন। প্রধান সমন্বায়কারীর দায়িত্ব পালন করেন মো. তুহিন মোড়ল।
উক্ত অনুষ্ঠানে রামাদান ফুড বাস্কেট প্রোগ্রাম-২০২২ এর অংশ হিসেবে ৪০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (২৫ কেজি চাল, ০১ কেজি চিনি, ০১ কেজি ছোলা, ০১ কেজি খেজুর ও ০২ কেজি চিড়া) বিতরণ করা হয়। এসময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন