দাকোপে ভূমি সেবা সপ্তাহ পালনে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২২-০৫-২৩ - ২২:২৩

দাকোপ প্রতিনিধিঃ “ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে ভূমি সেবা সপ্তাহ পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোমবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ গালিব মাহমুদ পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রবির রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, শিক্ষক এস এম রমজান আলী, অফিস সহকারী উপজেলা ভূমি অফিস আঃ গফুর সরদার, নাজির কিরন বালা, অফিস সহকারী মোমিনুল ইসলাম, সার্ভেয়ার হাদিসুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী মঞ্জুরুল হক, পঞ্চানন মল্লিক প্রমুখ। সভায় হয়রানীমুক্ত ভূমি সেবা গ্রহনে সকলকে ডিজিটাল সেবা গ্রহনের আহবান জানানো হয়।