এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে প্রাথমিক বিদ্যালয় এস.এম.সি. কল্যাণ ফান্ডের উদ্যোগে প্রতাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে দরিদ্র-মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ শনিবার সকালে বিতরণ করা হয়েছে। প্রতাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ১ শত দরিদ্র- মেধাবী-দুঃস্থ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রাথমিক বিদ্যালয় এস.এম.সি. কল্যাণ ফান্ডের সমন্ময়ক ও প্রতাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এস.এম,সি. কমিটির সভাপতি হারুনার রশীদ বুলবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য প্রতাপপুর নিভারানী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী গোলাম কিবরিয়া, প্রতাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাভলী রানী দাস, নাজমা খাতুন, আবিদা সুলতানা, রতœা কুন্ডু, সাংবাদিক জাকির হোসেন সবুজ প্রমুখ। উল্লেখ্য প্রতাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এস.এম,সি. কমিটির সভাপতি হারুনার রশীদ বুলবুল ব্যক্তিগত উদ্যোগে কেশবপুরে প্রাথমিক বিদ্যালয় এস.এম.সি. কল্যাণ ফান্ড গঠন করে প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র-মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, পোষাক ও জরুরী ঔষধ বিতরণ করে আসছেন এবং এস.এম.সি. কল্যাণ ফান্ডে ইতোমধ্যে দেশে-বিদেশ থেকে অনেকেই আর্থিক সহায়তা করেছেন।