রাজীব চৌধুরী, কেশবপুরঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মাদ এরশাদ এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ ই জুলাই ২০২২, রোজ বৃহস্পতিবার কেশবপুর উপজেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে জাতীয় পার্টির কেশবপুর উপজেলা শাখা,পৌর শাখা ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া ও মিলাদ মাহফিলের শুরুতে পবিত্র কোরআন শরীফ খতম করেন হাফেজগন।উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব। এছাড়া আরও উপস্হিত ছিলেন জাতীয় পার্টির কেশবপুর পৌর শাখার সাধারণ সম্পাদক বিশ্বাস মনিরুজ্জামান, পৌর সদস্য গোলাম মোস্তফা,সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুর রহমান সানা,সদস্য আব্দুস শহীদ বিশ্বাস,সোহেল বিশ্বাস, ওবায়দুর রহমান,হাজী আতিয়ার রহমান,মোশাররফ হোসেন,রফিকুল ইসলাম,আব্দুল হালিম বিশ্বাস,আক্তার মোড়ল,আব্দুলজলিল মোড়ল,কওছার মোড়ল, মোঃ হাসানুজ্জামান প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মোঃ মিজানুর রহমান। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে হুসেইন মুহম্মাদ এরশাদ এর আত্মার শান্তি কামনা সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।উক্ত দোয়া ও মিলাদমাহফিলের শেষে উপস্থিত জনগনের মধ্যে খাবার বিতরণ করা হয়।