পাইকগাছায় গাঁজা গাছসহ আটক ১

প্রকাশঃ ২০২২-০৭-১৬ - ১৪:১৯
স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা : পাইকগাছায় বটবৃক্ষের মতো বিশাল এক গাঁজা গাছ উদ্ধার পুর্বক সঞ্জয় দে নামে এক  ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে হরিঢালী ইউনিয়নের হরিদাশ কাঠির গ্রামের ধৃত সঞ্জয় দে’র হরিঢালী গ্রামস্থ পানের বরজ থেকে স্থানীয় ক্যাম্প পুলিশের আইসি সঞ্জিত বিশ্বাস ও থানার এসআই উত্তম চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে এ গাঁজা গাছ উদ্ধার করেন। সংশ্লিষ্টদের অভিমত, এ গাঁজা গাছটির বয়স হবে দেড় বছরের বেশি ও মূল্য ৫০ হাজার টাকার বেশি। ওসি মোঃ জিয়াউর রহমান জানান, গাঁজা গাছ উদ্ধারে ধৃত ব্যক্তির নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে।